শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকার রামকৃষ্ণ মিশন সংলগ্ন ভূমিতে সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দির স্থাপন নিয়ে দু’দলের মাঝে শুরু হয়েছে বাদ প্রতিবাদ।
খোঁজ নিয়ে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার সরাপনগর, পুকুরপাড়, জগৎপুর, সমীপুর ও কুমারহাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ শানবাড়ী কৃষক সমবায় সমিতি নিয়ে বিরোধ চলে আসছে। উল্লেখিত ৫ গ্রামের বাসিন্দাদের একাংশ ওই সমিতিতে একচেটিয়া অধিকার ভোগ করে আসছে। এদিকে বাকি বাসিন্দাদের দীর্ঘ তিন যুগেরও বেশী সময় ধরে তাদের ন্যয্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। মূলতঃ শানবাড়ী-আজমিরীগঞ্জ কৃষক সমবায় সমিতির মালিকানাধীন কোন কৃষিজমি নেই।
একটি সূত্র জানায়, শানবাড়ী, আজমিরীগঞ্জ কৃষক সমবায় সমিতির সদস্যদের নামে শানবাড়ী মৌজার ০১/১৫৩৭ ও ০১/৪৩১ নং খতিয়ানের ১০০৩,১০০৪,১০০১,৮৭১ এবং ৬৭৪ নং দাগের মোট ৩৮.৬৮ একর সরকারি খাস জমি কবুলিয়ত মূলে ১৯৭৪ ও অন্যান্য সনে উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সদস্যদের বন্দোবস্ত দেয়া হয়। পরবর্তীতে সমবায় ভিত্তিক চাষাবাদের জন্য সদস্যদের নামে বন্দোবস্তকৃত জমি সমিতিতে অর্পণ করে গুটিকয়েক সদস্য। যা বন্দোবস্তের কবুলিয়তনামার শর্তের লংঘন। কারণ কবুলিয়তের শর্তে সুস্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে যে, সরকার কর্তৃক বন্দোবস্তকৃত, কৃষিজমি বিক্রী, দান বা হস্তান্তর করা যাবে না। যদি কেহ জ্ঞাত বা অজ্ঞাতসারে ওই শর্তের লংঘন করে, তবে তার নামে বন্দোবস্তকৃত জমি সরকারের খাস খতিয়ানে চলে যাবে।
সম্প্রতি এলাকার রামকৃষ্ণ মিশন সংলগ্ন সরকার কর্তৃক সদস্যদের নামে বন্দোবস্তকৃত জমি শানবাড়ী-আজমিরীগঞ্জ কৃষক সমবায় সমিতির মালিকানা দাবি করে, সমিতির সুবিধাভোগীরা যার যার নামে ভাগ-বাটোয়ারা করে নিজেদের আয়ত্বে নেয়ার পায়তারা চালাচ্ছে। অন্যদিকে এলাকার ৫ গ্রামের একাংশ অর্থাৎ ওই সমিতির সুবিধাবঞ্চিত বাসিন্দারা রামকৃষ্ণ মিশন সংলগ্ন ৩ একর ভূমিতে সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দির স্থাপনের চেষ্টা চালাচ্ছে।