স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ইসলামপুর গ্রামে বিষপানে তাহমিনা আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। তাহমিনা ওই গ্রামের কদ্দুছ মিয়ার কন্যা। সে স্থানীয় বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। তার স্বজনরা জানায়, পারিবারিক কলহের জের ধরে তাহমিনা গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে। এরপর সে বিষক্রিয়ায় ছটফট করতে থাকলে তাকে পরিবারের লোকজন প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।