প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার বিকেলে ৪ ঘটিকায় পইল ইউপির সুনামধন্য এনাম স্মৃতি সংঘের উদ্যোগে শহীদ ল্যান্স নায়েক সুমন মিয়ার মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংঘের দেবপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। এনাম স্মৃতি সংঘের সভাপতি ও পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম, পইল বিকেসিসি সভাপতি মোঃ আজম উদ্দিন, টেনু মিয়া, প্রবাসী তাহের খান, আব্দুল কাইয়ূম মেম্বার, তাহের আলী মেম্বার, নিউ বন্ধন সমবায় সমিতির সভাপতি শাহ আলম, মজুল মিয়া, শামছুল হক, প্রান্ত নাগ, সুমন মিয়া প্রমুখ। এনাম সংঘের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদির সঞ্চালনায় উক্ত সভায় সর্বসম্মতিক্রমে শহীদ সুমন মিয়ার নামানুসারে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। আলোচনা সভা শেষে মিলাদ ও শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মোঃ সাইদুর রহমান এবং হাফিজ মোঃ ফয়সল আহমেদ। উল্লেখ্য ল্যান্স নায়েক সুমন মিয়া রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে গত ২৬ জুন চোরাকারবারিদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তিস্তা নদীতে আত্মাহুতি দান করেন। সুমন মিয়া পইল ইউপির আটঘরিয়া গ্রামের মরহুম আব্দুল হেকিমের পুত্র।