আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ি ঢল ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হবিগঞ্জ-৪ আসনের এমপি এড. মোঃ মাহবুব আলী ৩০ টি পরিবারের মাঝে ৬০ বান্ডিল ঢেউ টিন ও ৯০ হাজার টাকা বিতরণ করেন। বিতরণ অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছাদু মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক পাঠান, তৌফিকুল আলম চৌধুরী, আরিফুর রহমান, আলহাজ্ব সবুজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক মোজাহিদ বিন ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পদক মোহা. অলিদ মিয়া প্রমুখ।