প্রেস বিজ্ঞপ্তি ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহম্মদ নাসিম এর হবিগঞ্জ আগমন উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। যুগ্ম সাধারণ সম্পাদক হিরাজ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবু সালেহ মোঃ শিবলী, মোঃ রফিকুল ইসলাম, কদ্দুস মিয়া, সুজিত বণিক, হাবিবুর রহমান খান, সায়েদুজ্জামান জাহির, ফরহাদ হোসেন কলি, মিজানুর রহমান মিজান, জিয়া উদ্দিন জিয়া ও পার্থ সারথি রায়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হাজী ইকরাম হোসেন, পিন্টু দাশ, ইয়াহিয়া চৌধুরী, ফজলুল করিম, দীনুল ইসলাম, দুলাল মিয়া, মোঃ আবু মিয়া, শাওন আল হাসান, মারুফ হোসেন, আফরোজ হোসেন, মুজিবুল হাসান, পদাঙ্ক পাল, কাঞ্চন রায় প্রমুখ।
সভায় আগামী ২০ জুলাই আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সকল কর্মসূচী সফল করার জন্য হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।