স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার থেকে সুজন রবি দাস (২২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাঁর গডফাদার চাচা দুলাল রবি দাস পালিয়ে যায়। সুজন দাউদনগর রবি দাস পাড়ার মৃত গোবিন্দ রবি দাসের পুত্র। গত বুধবার গভীর রাতে ডিবির এসআই মুসলিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশী করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের কাছে সুজন জানায়, সে দীর্ঘদিন ধরে তার চাচা দুলাল রবি দাসের দেয়া গাঁজা বিভিন্নস্থানে পাচার করে আসছে। এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।