স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরের পুরানবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীতে পড়ূয়া স্কুল ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে শ্লীলতাহানীর চেষ্টা করেছে এক লম্পট। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতে ফারুক মিয়া (৩৫)কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত লম্পট ফারুক বানিয়াচঙ্গের সাগরদীঘি পশ্চিমপাড়ের আব্দুর রহমানের পুত্র। অভিযোগে জানা যায়, গতকাল বুধবার ৪র্থ শ্রেনীতে পড়ূয়া ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে মেয়েটিকে একা পেয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায় ফারুক মিয়া। বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফের কাছে এসে ওই ছাত্রীর অভিভাবক অভিযোগ করেন। প্রধান শিক্ষক বিষয়টি স্থানীয় ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়ার পরামর্শে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহকে জানান প্রধান শিক্ষক। উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশে বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে বখাটে ফারুক মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। বিকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূর-এ আলম উভয় পক্ষের শুনানী শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বখাটে ফারুক মিয়াকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল রউফ, সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিভিন্নস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।