স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরপুর গ্রামে নেশার টাকার জন্য এক স্ত্রীকে ছুরিকাঘাত করে দুই হাতের কব্জির রগ কেটে দিয়েছে পাষন্ড স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে নেশাখোর স্বামীকে স্থানীয় লোকজন আটকের পর উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
আহত সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার বালিখাল গ্রামের আইয়ুব আলীর কন্যা ফুলেছা বেগমকে বিয়ে দেয়া হয় নাতিরপুর গ্রামের আলীম উদ্দিনের পুত্র সামছুল হকের সাথে। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে ও এক কন্যা জন্ম নেয়।
সম্প্রতি সামছুল হক নেশার টাকার জন্য স্ত্রীর উপর নির্যাতন চালায়। সে স্বর্ণ ও ঘরের আসবাবপত্র বিক্রি করে নেশার টাকা দিয়েও চাহিদা পুরণ করতে পারেনি। গত মঙ্গলবার রাত ১০টার দিকে পুনরায় সামছুল ফুলেছার কাছে নেশার টাকা চায়। ফুলেছা এতে অস্বীকৃতি জানালে সামছুল ছুরি দিয়ে তাকে উপর্যুপুরি আঘাত করে। এক পর্যায়ে তার দুই হাতের রগ কেটে যায়। লোকজন এগিয়ে এলে সামছুল পালিয়ে যায়। গতকাল বুধবার সকালে ফুলেছা হাসপাতালে থাকার সুযোগে ঘরে থাকা টেলিভিশন আনতে গেলে লোকজন সামছুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।