প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের জজকোর্ট এলাকায় রাত্রিকালীন পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল বুধবার রাত ৯টায় মেয়র জজকোর্ট এলাকায় যান। এ সময় তিনি পৌরসভার দায়িত্বশীল স্টাফদের সুচারুরূপে পরিচ্ছন্নতা কাজ পরিচালনার নির্দেশ দেন। পরিচ্ছন্নতা কাজ চলাকালে মেয়র বলেন রাত্রিকালীন যে পরিচ্ছন্নতা কাজ বর্তমানে চলমান আছে তা পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিচালনা করা হবে। তিনি বলেন যে যে এলাকায় ড্রেনের কারনে জনগনের ভোগান্তি হচ্ছে সে সকল এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে পরিচ্ছন্নতা কাজ হবে। ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে জনসচেতনা বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য তিনি পৌরবাসীর প্রতি আহবান জানান।