মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার হেনা হত্যা মামলার আসামী শের আলী (২৫) ও জুর আলী (২২) দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে ঢাকার বংশাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার পরিদর্শদ (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, চলতি বছরের ৩০ এপ্রিল শের আলী ও জুর আলীর সঙ্গে সন্তানদের ঝগড়া নিয়ে মারামারি হয় একই গ্রামের হেনা বেগমের। এ সময় প্রতি পক্ষের আঘাতে ঘটনাস্থলেই মারা যান হেনা।
এ ব্যাপারে হেনার ছেলে কামাল মিয়া বাদী হত্যা মামলা দায়ের করে।