বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল কিশলয় জুনিয়র হাই স্কুলে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুর ১২টার সময় স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ম্যানেজিং কমিটির সদস্য ও বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন এর সভাপতিত্বে ও কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ সাকিবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ রুহুল ছগির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সাংবাদিক নূরুল ইসলাম মনি, সালমা ইসলাম, শিক্ষক শিপ্রা নাগ, ঝুমা রানী দে, শেফাজা খাতুন, মিশন চন্দ্র পাল, সুশান্ত পাল, ফারহাদ আহমেদ এবং রাশেদা আক্তার প্রমুখ।