চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি কিশোর ইকরামুল আলম (১৪)। চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল গ্রামের খুর্শেদ আলমের পুত্র ইকরামুল আলম (১৪) গত ৭ জুলাই শুক্রবার রাত ৮টায় পার্শ্ববর্তী বাসায় যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি।
তার মা চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক শিউলী আক্তার জানান, তার একমাত্র ছেলে ইকরামুল আলম ৭ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। সে শায়েস্তাগঞ্জে একটি ওয়ার্কশপে কাজ করত। গত ৭ জুলাই শুক্রবার রাত ৮টার দিকে সে পার্শ্ববর্তী বাসায় যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে না পেয়ে তার মা চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়েরী নং- ৫২৮/১৭, তারিখ- ০৯/০৭/২০১৭। সন্তানকে হারিয়ে বাবা-মা সহ পরিবারের লোকজন পাগলপ্রায় হয়ে পড়েছেন।