মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-হবিগঞ্জ সড়কে দুর্ঘটনা থামছেই না। গতকাল মঙ্গলবার ১২ টার দিকে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ছিলাপাঞ্জা নামকস্থানে সড়ক ছেড়ে গাড়ি ঢুকে পড়ে একটি দোকানে। এতে কয়েকটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া গাড়ীর ছাদে ও ভিতরে থাকা কমপক্ষে ১০জন যাত্রী ছিটকে পড়ে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ফেরার পথে যাত্রীবাহী জীপগাড়ী (চান্দের গাড়ী) দ্রুত গতিতে ছিলাপাঞ্জা নামকস্থানে এসে পার্শ¦বর্তী সড়কের বেশ কয়েকটি দোকানের উপর দিয়ে চলে আসে। এতে অন্তত ৪ থেকে ৫টি দোকানের সামনের অংশ ভাংচুর, ১টি পিকআপ (ঢাকা মেট্টো-ন-১৬-২৭৭৫) এর সামনের অংশ ও ১টি টমটম ক্ষতিগ্রস্ত হয়। এসময় গাড়ীর ছাদে ও ভিতরে থাকা অনেক যাত্রী গাড়ী থেকে ছিকটে পড়ে আহত হয়। আহত যাত্রীদের উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তন্মধ্যে মজলিশপুর গ্রামের সেবুল নামে ১জনের অবস্থা গুরুতর হওয়ায় কর্র্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার পর ছিলাপাঞ্জা বাজারের ক্ষুুব্ধ ব্যবসায়ীরা জীপ চালকের শাস্তিসহ ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ক্ষতিপূরণের দাবীতে মিছিল করেছেন। সংবাদ পেয়ে দুর্ঘটনা কবলিত স্থানটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ। এসময় তিনি সাংবাদিকদের জানান, হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে শিগগিরই বানিয়াচংয়ের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ পরিবহন সমিতির নেতৃবৃন্দকে নিয়ে একটি বিশেষ সভা করা হবে। এদিকে গতকাল সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) হবিগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ আবু নাঈম বানিয়াচং উপজেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বড়বাজারস্থ সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভা করেছেন। এসময় তিনি মালিক সমিতির নেতৃবৃন্দকে অদক্ষ এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক দিয়ে গাড়ী না চালানোর জন্য মালিক সমিতির নেতৃবৃন্দকে অনুরোধ জানান। এছাড়া কোন অবস্থাতেই ফিটনেসবিহীন ও অবৈধ গাড়ী নিয়ে রাস্তায় চলাচল না করার জন্যও তিনি মালিক শ্রমিকদের প্রতি অনুরোধ জানান।