রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

জিএসসি ইউকের সাউথ ইস্ট রিজিওনের নির্বাচনে হবিগঞ্জের সমাজকর্মীদের জয়জয়কার

  • আপডেট টাইম বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ৮৪১ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ জিএসসি ইউকের সাউথ ইস্ট রিজিওনের নির্বাচনে গোলাপ ফুল প্যানেলের প্রার্থী হবিগঞ্জের উদীয়মান সমাজকর্মীদের জয়জয়কার।
যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর সিলেট বিভাগের তথা হবিগঞ্জ মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট সহ সকল উপজেলার প্রবাসীদের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট ও ওয়েলফেয়ার      কাউন্সিল ইউকের সর্ববৃহৎ রিজিওয়ন লন্ডন মহানগরসহ ক্যান্ট, পোর্টসমাউথ, বেডফোর্ড, রেডব্রিজ ও মিড্যিলস্ক্স নিয়ে গঠিত সাউথ ইস্ট রিজিওনের নির্বাচন গত ৯ জুলাই তারিখে অনুষ্ঠিত হয়েছে । উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন গোলাপ ফুল মার্কায় ইছবাহ-ফজলুল-সোহেল পরিষদ ও দোয়াত কলম মার্কায় হারুন-শহীদ-মিসবা পরিষদ। নির্বাচনে গোলাপ ফুল প্যানেলের সকল প্রার্থী নির্বাচিত হন। নির্বাচিতদের মধ্যে হবিগঞ্জ জেলার পাঁচজন বিলাত প্রবাসী উদীয়মান সমাজকর্মী ও হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রতিনিধি যথাক্রমে লাখাই উপজেলার এম এ আওয়াল, নবিগঞ্জ উপজেলার ব্যারিষ্টার মাহমুদুল হক, চুনারুঘাটের ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলার অলিউর রহমান অলি এবং নবিগঞ্জ উপজেলার কামরুল ইসলাম চৌধুরী প্রমূখ। গোলাপ প্যানেল থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। প্রতিযোগিতা মূলক নির্বাচনে লন্ডন মহানগরসহ, ক্যান্ট, পোর্টসমাউথ, বেডফোর্ড, মিড্যিলসেক্স ও রেডব্রিজ শাখার সদস্যগণ শতস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে নির্বাচনকে সিলেটবাসীর মেলায় পরিনত করেন। অনেক টাল বাহানার পরে দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বি গোলাপ ফুল প্যানেল ও কেন্দ্রীয় কমিটির চেয়ার/সেক্রেটারীর আর্শিবাদপুষ্ট দোয়াত কলম প্যানেলের মাঝে টান টান উত্তেজনা পরিলক্ষিত হয়। দোয়াত কলম প্যানেলের বিত্তশালী নেতাগণ লাক্সারী কোচ বোঝাই করে বিভিন্ন এলাকা থেকে ভোটার নিয়ে আসেন এবং ভোট কেন্দ্রে তাদের কর্মীদেরকে দিয়ে শো-ডাউন করেন। অপরদিকে গোলাপ ফুল প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির বিজ্ঞ কো-অর্ডিনেটর জিএসসির সাবেক সফল চেয়ারম্যান স্বনামধন্য ব্যারিষ্টার আতাউর রহমান ও জয়েন্ট কো-অর্ডিনেটর জিএসসি কেন্দ্রীয় কমিটির বর্তমান জয়েন্ট আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজের নেতৃত্বে গোলাপ ফুল প্যানেলের সকল প্রার্থীগণ আগত ভোটারদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের ভোটারদেরকে ভোট কেন্দ্রে এনে গোলাপ ফুলে ভোটদানে এক নিরব বিপ্লব ঘটান। ভোট চলাকালীন সময়ে সারাদিন দোয়াত কলমের বিত্তবান নেতারা প্রবাদ বাক্যের মত লাখ লাখ সৈন্য মারার হিসাব করেন এবং ভোট গণনার আগেই অগ্রিম বিজয়ের উৎসবে মেতে উঠেন। কিন্তু মধ্যরাতের নির্বাচন কমিশনার কর্তৃক ফলাফল ঘোষনার পর দেখা যায় যে লাখ লাখ সৈন্য মারার স্বপ্নে বিভূর দোয়াত কলম প্যানেল শুমার করে দেখে তারা মাত্র ৩২০ ভোট পেয়েছে। অপরদিকে গোলাপ ফুল প্যানেল ৩৯৭ ভোট পেয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতা মূলক নির্বাচনে বিজয়ী ইছবাহ-ফজলুল-সোহেল পরিষদের নেতৃবৃন্দ ও সমর্থক গোষ্ঠী সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গভীর রাত পর্যন্ত বিজয়ের আনন্দ উৎসব করেন। একইসাথে জিএসসিকে গণতান্ত্রিক ভাবে পরিচালনা করে বিলাতে বসবাসকারী বৃহত্তর সিলেটের সকল প্রবাসীদের সেবা দান ও তাদের ন্যায় সঙ্গত অধিকার আদায় করার প্রত্যয় ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com