স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ইট ভাটা মালিক সমিতির পক্ষ থেকে হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। এতে বক্তব্য রাখেন জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোতাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মাওঃ কুতুব উদ্দিন, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার চৌধুরী, সহ সাধারণ সম্পাদক শাহিন মিয়া, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব শামীম আহছান ও মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সহযোগী সদস্য বাদল কুমার রায়, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, যুগ্ম সম্পাদক আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, কোষাধ্যক্ষ শ্রীকান্ত গোপ, সাবেক কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী।
সভায় জেলা ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ প্রেসক্লাবের উন্নয়নে এগিয়ে আসায় সমিতির নেতৃবৃন্দ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের ব্যবসা পরিচালনায় সার্বিক সহযোগিতার দাবী জানিয়ে বলেন, প্রেসক্লাবের উন্নয়নে ইটভাটা মালিক সমিতির সহযোগিতা অব্যাহত থাকবে।