স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হবিগঞ্জ জেলা কার্যালয়ের অতিরিক্ত দাযিত্বপ্রাপ্ত সহকারী পরিচালক আল-আমিন এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার চুনারুঘাট উপজেলায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আইন লঙনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে পূর্নিমা মেডিকেল হলকে ৩ হাজার, ওজনে কম দেওয়ার দায়ে হাবিবুর রহমানের শুটকির দোকানকে ৩০০ টাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকার দায়ে লক্ষ্মী স্টোরকে (¯’ান পান বাজার) ২ হাজার ও খাদ্যপণ্যের মোড়কের গায়ে উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ও খুচরা মুল্য না থাকায় প্রাইম ফুডসকে ৫০০ টাকাসহ মোট ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।