স্টাফ রিপোর্টার ॥ প্রতিবছরের মতো এবারও হজ্বযাত্রীদের জন্য অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভার হজ্ব বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ। গতকাল মঙ্গলবার কিবরিয়া পৌরমিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা তুফাজ্জল হক। প্রশিক্ষণ পরিচালনা করেন যুক্তরাজ্যস্থ ওল্ডহ্যাম গাউছিয়া একাডেমীর সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মুফতি এটিএম নূর উদ্দিন জঙ্গী, কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মহসিন খান ও শিশু বিশেষজ্ঞ ডাঃ জামির আলী। পুরাতন হাজীদের মাঝে অনুভূতি ব্যক্ত করেন প্রফেসার ইকরামুল ওয়াদুদ, নতুন হাজ্বীদের মাঝে অনুভূতি ব্যক্ত করেন সাবেক পিপি দেওয়ান মসউদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া। পৌর কাউন্সিলরদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসিম, শেখ নুর হোসেন, মোঃ আলমগীর, গৌতম কুমার রায়, পিয়ারা বেগম, খালেদা জুয়েল ও অর্পনা বালা পাল। আরো উপস্থিত ছিলেন পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র হজ্বে গমনেচ্ছু মেহমানদের জন্য হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে প্রতিবছর প্রশিক্ষণের আয়োজন করায় মেয়র আলহাজ্ব জি, কে গউছ ও পৌরপরিষদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এ কর্মসূচী ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শুভেচ্ছা বক্তব্যে এ প্রশিক্ষণ হজ্ব পালনে হজ্বযাত্রীদের জন্য সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ । অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গাউছিয়া একাডেমী ও প্রি-ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব গোলাম সারওয়ার। পবিত্র কোরআন হতে তেলওয়াত করেন ইনাতাবাদ মসজিদের মুয়াজ্জিন আব্দুল আউয়াল ও নাতে রাসূল পেশ করেন জঙ্গলবহুলা জামে মসজিদের ইমাম মোঃ নাছির উদ্দিন খান। অনুষ্ঠানের বিরতিতে সকল অংশগ্রহণকারীদের সম্মানে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। বিকেলের অধিবেশনে প্রধান অতিথি পবিত্র হজ্বের শুরু হতে প্রত্যাবর্তন পর্যন্ত হজ্ব যাত্রীদের সফরের সার্বিক অবস্থা বর্ণনা করেন। পরে মুসলিম উম্মাহ’র শান্তি, হজ্বযাত্রীদের সফলতা কামনা ও হবিগঞ্জ পৌরবাসী তথা দেশবাসীর শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা তুফাজ্জল হক। অনুষ্ঠান শেষে ১৮৩ জন হজ্বযাত্রীদের মাঝে পৌরসভার পক্ষ হতে উপহার সামগ্রী বিতরণ করা হয়।