স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উজেলার শ্রীধরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাদক জব্দ করা হয়। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার ভোরে সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার কামাল মজুমদারের নেতৃত্বে বিজিবির টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের জয়নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।