মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে শিশুসহ ২ জন গুরুতর আহত হয়েছে। বাসের ধাক্কায় একটি সিএনজি অটোরিক্সা, একটি রিক্সা, একটি মোটর সাইকেল ও একটি পাকা ঘর ভেঙ্গে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা সদরের ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মাধবপুর পৌরশহরের রায়পাড়ার নিখিল রায় (৪০) ও শিশু সুমি রায় (৮)কে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাধবপুর বাসষ্ট্যান্ড থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিগন্ত নামে একটি লোকাল বাস (ঢাকা মেট্টো- চ-২১২২) চালকের সহকারী সিএনজি ষ্টেশন থেকে গ্যাস আনতে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রফিক মিয়ার দোকানে ঢুকে পড়ে। এ সময় রিক্সা দিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিখিল রায় ও সুমি রায় গুরুতর আহত হন। এছাড়া বাস চাপায় দোকানে একটি সিএনজি অটোরিক্সা, একটি রিক্সা, একটি মোটর সাইকেল ও বাড়ির পাকা ঘর ভেঙ্গে ক্ষতি হয়েছে। মাধবপুর থানার এসআই মাসুদুজ্জামান জানান এ ব্যাপারে চালকের সহকারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।