চুনারুরুঘাট প্রতিনিধি ॥ পরিবার পরিকল্পনা জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকালে সারা দেশের ন্যায় চুনারুঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এক র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা। এফআইভিডিবি মামনি এইচএসএস প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর এ কে শামীম আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশিস দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার-এমসিএইচএফপি, ডাঃ জান্নাতুল ফেরদৌস তালুকদার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জুলহাস মিয়া, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মুসলিম উদ্দীন, এফপিআই ফেরদৌস আহমদ প্রমুখ।