মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, ডাঃ ইকবাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মা-মনির কো-অর্ডিনেটর জালাল উদ্দিন, বশির আহম্মদ, সাংবাদিক রাজিব দেব রায় রাজু। স্বাগত বক্তব্য রাখেন পঃ পঃ কর্মকর্তা আকিব উদ্দিন। পরে শ্রেষ্ট মাঠকর্মীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।