মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা হাসপাতাল কোয়ার্টারে এক নার্সের বাসায় দিনদুপুরে চুরি হয়েছে। এ ব্যাপারে সিনিয়র নার্স দিপ্তী দত্ত মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত সোমবার দুপুরে তিনি ঘরে তালা দিয়ে বাজারে এলে এ সুযোগে চোরেরা পেছন দিয়ে তালা ভেঙ্গে ঘরে ঢুকে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন জানান, মালামাল উদ্ধার ও চোরদের ধরতে অভিযান চলছে।