স্টাফ রিপোর্টার ॥ শহরে বিভিন্ন মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করেছ সদর থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে নেতৃত্বদেন সদর মডেল থানার ওসি মোঃ ইয়াছিনুল হক।
পুলিশ জানায়, আসামীদের বিরুদ্ধে মারামারি, সাজা ও মাদকসহ বিভিন্ন মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।