প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ-বাহুবলের মাটি ও মানুষের নেতা জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী কৃষক ও শ্রমিকলীগের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় কৃষক ও শ্রমজীবী মানুষের মেহেনতের কথা তোলে ধরেন। মতবিনিময় সভায় তারা তাদের সংগঠনের পক্ষ থেকে আগামী সংসদ নির্বাচনে নির্বাচন করার আহ্বান জানান। এ সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মোঃ কাজল আহমেদ ও শ্রমিকলীগের সকল সদস্যবৃন্দ। সভায় তিনি বলেন, নবীগঞ্জ-বাহুবলের কৃষক ও শ্রমিকের ভাগ্য পরিবর্তনই আমার একমাত্র লক্ষ্য। আমি এ লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে দুই উপজেলার সার্বিক উন্নয়ন করে আধুনিক উপজেলা গড়ে তোলব।