নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সরকারী ভূমির উপর দিয়ে চলাচলের রাস্তায় বেড়া নির্মাণের প্রতিকারের মামলার আদেশ কার্যকর হচ্ছে না।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মুতাজিলপুর গ্রামের আজমান খাঁনের পুত্র মোঃ মাহমুদ খাঁন হবিগঞ্জের অতিরিক্ত হাকিম আদালতে একই গ্রামের মৃত এনতাজ মিয়ার পুত্র মোঃ হাদিস মিয়াসহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, সরকারী ভূমি তাদের পারিবারিক চলাচলের রাস্তা। ১৯৮৮সাল থেকে তারা ওই রাস্তায় চলাচল করে আসছেন। ৩ ফুট প্রস্ত ও ৫০ ফুট দৈর্ঘ্য ওই রাস্তা দিয়ে তার ছেলে মেয়েরা স্কুলে আসা যাওয়া করে। ওই রাস্তা বিবাদীরা বেড়া দিয়ে বন্ধ করে তাদের দীর্ঘদিনের চলাচল বন্ধ করে দিয়েছে। তিনি আপত্তি জানালেও তাঁরা তাতে সাড়া দেয়নি। গ্রামের মুরুব্বিয়ানরা সরকারী রাস্তা থেকে বেড়া তুলে নিতে বিবাদীদের আহ্বান জানালেও তাতে কর্নপাত করেনি। বাদী এজাহারে আরও উল্লেখ করেন, তার মেয়ে ওই রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার পথে বিবাদী হাদিস মিয়ার পুত্র ছায়েদ মিয়া তাকে উত্যক্ত করে। তিনি বিষয়টি তাঁর বাবাকে জানালেও কোন প্রতিকার করেন নি। বাদী চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা দুর করার আদেশসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবেদন করলে বিজ্ঞ অতিরিক্ত জেলা হাকীম নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নালিশা রাস্তায় কোন প্রতিবন্ধকতা থাকলে তা অপসারন পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে নবীগঞ্জ থানার এসআই মোঃ আবুল খায়ের আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন বাদীর নালিশা রাস্তাটি জমিনের আইলের মত। এ আইল দিয়ে বাদী ও তার পরিবারের সদস্যরা পুর্বে চলাচল করত। বর্তমানে বিবাদীপক্ষ আইলে কয়েকটি চারাগাছ লাগিয়ে বন্ধ করে রেখেছে। উক্ত প্রতিবন্ধকতা অপসারন করতে গেলে আইন শৃংখলার অবনতিসহ দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে অপসারন কার্যক্রম পরিচালনা করা একান্ত আবশ্যক। দরখাস্ত মামলা নং ৭৪০/১৬ (নবী) সহকারী কমিশনার বরাবরে দাখিল করে ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তাও নালিশার রাস্তার ব্যাপারে প্রায় অনুরূপ প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন প্রাপ্ত হয়ে নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালতে প্রেরণ করেন। বিজ্ঞ আদালত এরই প্রেক্ষিতে গত ১০ এপ্রিল ওসি সংশ্লিষ্ট থানা ও প্রয়োজনে নবীগঞ্জের সহকারী কমিশনার ভূমির সহযোগিতায় রাস্তার বাধা অপসারন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অদ্যবধি আদালতের আদেশ কার্যকর হয়নি বলে বিবাদী দাবী করেন।