নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুরে স্বর্গীয় পরিমল দাশ গুপ্ত স্মৃতি কল্যান ট্রাষ্ট এর উদ্যোগে গত শুক্রবার সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বাসন্তী রানী দাশ গুপ্তের সভাপতিত্বে এবং প্রদীপ দাশ গুপ্তের ও সবুজ কান্তি দাশের সঞ্চলানায় এতে প্রধান ছিলেন ইউপি চেয়ারম্যান সত্যজিত দাশ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, বিবিয়ানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি সুষেন তালুকদার, এসএনপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রবীন্দ্র নারায়ন উকিল, সহকারী শিক্ষক আব্দুল কাদির, সহকারী শিক্ষক পিংকু কুমার দাশ, সহকারী শিক্ষক প্রভাংশু শেখর দাশ, সহকারী শিক্ষক মিতা রানী দাশ গুপ্ত, মহিলা মেম্বার দূর্গা রানী বৈষ্ণব, ইউপি সদস্য নিতেশ দাশসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।