প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলমান সদস্য সংগ্রহ অভিযান সফল ও স্বার্থক করতে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি’র যৌথসভা অনুষ্টিত হয়েছে। রবিবার বিকালে স্থানীয় একটি কনভেশন সেন্টারে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী মাষ্টারের সভাপতিত্বে যৌথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম কামালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সহ-সভাপতি হাজী অলিউল্লাহ, আরজু মিয়া মেম্বার, যুগ্ম সাধারণ সমআদক সুমন চৌধুরী, বিএনপি নেতা আবিদুর রহমান, ফরিদুর রহমান, আবু হোসাইন শাহিন, সাজিদুর রহমান কণা, মফিজুল ইসলাম, আলফাজ মিয়া, শফিকুর রহমান ফারুক, তাজউদ্দিন টেনু, বকুল মেম্বার, আবু নাসের মোঃ জামাল, সফিক মিয়া, যুবদলের সভাপতি এনায়েত উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মোঃ সোহেল, ছাত্রদলের সভাপতি এসএম ইকরাম, পৌর ছাত্রদলের আহবায়ক আলমগীর কবির, জাসাস আহবায়ক মোঃ সানি প্রমূখ।