চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। ওই কৃষক হলেন, উপজেলার মিরাশী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র আব্দুল মন্নান (৪০)। গত শনিবার রাত ৮টার দিকে গ্রামের পার্শ্ববর্তী একটি রাস্তায় এ ঘটনাটি ঘটে।
আহত আব্দুল মন্নান জানান, পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের তৈয়ব আলীর পুত্র রুবেল মিয়া (২৫), মৃত হরমুজ আলীর পুত্র নানু মিয়া (৬০), মৃত আঃ নূরের পুত্র তৈয়ব আলী (৫০), তৈয়ব আলীর পুত্র মিশন মিয়া (২০), আমতলা গ্রামের মৃত কনাই মিয়ার পুত্র আব্দুল করিম, আব্দুল করিমের পুত্র সুমন মিয়া (২৬)সহ একদল দুর্বৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। আহত আব্দুল মন্নানের স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করে।