চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নজিবুর রহমান কিবরিয়া (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ.এস.আই আব্দুল্লাহ ও এ.এস.আই শাহাবউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পঞ্চাশ গ্রামের সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নজিবুর রহমান উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মৃত অলি মিয়ার পুত্র।
পুলিশ জানায়, ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণা মামলায় তাকে ৫ বছর ১৫ দিনের সাজা দেন আদালত। এর পর থেকে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।