স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ডিবি গতকাল রাত ৮টায় অভিযান চালিয়ে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে আব্দুল্লাহ ওরফে বলাই চন্দ্র (২৫) নামের এক মাদকসেবীকে আটক করেছে। ডিবির এসআই মুসলিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালায়। আটককৃত আব্দুল্লাহর দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামের জয়চন্দ্র দাশের পুত্র। বর্তমানে সে এফিডেভিট করে মুসলমান হয়ে আব্দুল্লাহ নাম ধারণ করে। শহরের গোসাইপুর এলাকার নুর মোহাম্মদের বাসার ভাড়াটিয়া। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।