স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দেওয়ান হায়দার আলী ওরপে তালা বাবা (৭০) নামের এক ভবঘুরে লোকের সন্ধান মিলেছে। তিনি বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার বিকালে সদর থানার সামনে তালা বাবার সন্ধান পাওয়া যায়। এ সময় তার গায়ে শিকল পরিহিত ছিল, যেগুলো তালা দিয়ে আবদ্ধ। তিনি জানান, ছোটবেলা থেকে বাড়ি থেকে বের হয়ে ভারতের আজমিরশরীফ, নিজাম উদ্দিন, মাইজভান্ডারসহ বিভিন্ন অলি আওলিয়ার মাজার ঘুরে অবশেষে শাহজালাল (রহঃ) এর মাজারে অবস্থান করেন। আহার তেমন একটা করেন না। খাদ্য তালিকা থেকে অনেক আগেই বাদ দিয়েছেন ভাত, মাছ ও মাংস। তিনি কেবল কলাসহ ফলমূল আহার করেন। সংসার জীবনে তিনি এখনো চিরকুমার। তিনি পানিপড়া, ঝাড়ফুক দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করেন কিন্তু বিনিময়ে টাকা পয়সা নেন না। পারিশ্রমিক হিসেবে কেবল মাত্র ২টি কলা তাকে দিতে হয়।