চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আলোনিয়া গ্রামের আব্দুজ জাহিরের পুত্র মোঃ আক্কাছ আলী (৩৫) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলোনিয়া এলাকায় অভিযান চালিয়ে আক্কাছ আলীকে এএসআই সাজিদুর রহমান ও এএসআই কমল এর নেতৃত্বে গ্রেফতার। পুলিশ জানায়, আক্কাছ আলীর বিরুদ্ধে সিআর ৩টি বন মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। সিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্তও সে। চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরূজ্জামান মামলার বিষয়টি সত্যতার নিশ্চিত করেছেন।