স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানার সাবাসপুর এলাকার যাত্রী ছাউনির মালামাল চুরি করে নিয়ে যাবার সময় আব্দুর রহমান (২৫) নামের এক ভ্যান চালক আটক করেছে জনতা। পরে থানায় খবর দিলে ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ মালামালসহ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার ভোরে যাত্রী ছাউনি থেকে মালামাল চুরি করে ভ্যান গাড়িযোগে নিয়ে যাবার সময় স্থানীয় লোকজন আব্দুর রহমানকে দেখে আটক করে। পরে শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে যায়। শায়েস্তাগঞ্জ পৌরসভার কর্মকর্তা জহিরুল ইসলাম বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর প্রেক্ষিতে পুলিশ গতকাল শনিবার আব্দুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।