প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট কলেজ রোডের উপজেলা গেইটের বিপরীত পার্শ্বে আব্দুল কাইয়ুম ম্যানশনে এ আর চৌধুরী ট্রেডার্সের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ আর ট্রেডার্সের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহজাহান সামী, চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারী তোফাজ্জল হোসেন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সাজিদুল ইসলাম সাজিদ, রাজীব আহমে, ফারুক তালুকদার, সুমন আহমেদ, আশরাফুল ইসলাম চৌধুরী হাসান, এ.আর চৌধুরী ট্রেডার্সের প্রোপ্রাইটর মোঃ আনিসুর রহমান চৌধুরী সুহেল প্রমুখ। উল্লেখ্য, এ আর চৌধুরী ট্রেডার্সে রড, সিমেন্ট, টেউটিন পাইকারী ও খুচরা দামে বিক্রয় করা হবে।