স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার খেয়া পারাপার হওয়ার সময় নৌকা ডুবে ১০ জন আহত হয়েছে। আহত অবস্থায় স্কুল ছাত্র আলামিন (১০), এমরান (১৫), সুমন (১৮) ও পারুল (১৮) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুলের শিক্ষার্থীরা ওই খেয়া পারাপার হতে নৌকাতে উঠে। নৌকাটি নদীর মাঝখানে এলে উল্টে যায়। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।