নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক দিনের বর্ধিত সভায় বিএনপি দলের একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফুর নাম ঘোষনা করায় অনেকেই এটাকে রাজনৈতিক চমক হিসেবে আখ্যায়িত করেছেন। তবে একক প্রার্থী মনোনীত করার ব্যাপারে অনেকটা পিছিয়ে রয়েছে সরকারী দল আওয়ামীলীগ। আওয়ামীলীগ এখানো দ্বিধাদন্দ্বে রয়েছে। তারা ইতিপূর্বে জেলা ও উপজেলা পর্যংায়ে একাধিক মিটিং করে দলের একক প্রার্থী নির্ধারণ করতে অনেকটা ব্যর্থ হয়ে আগামী ২০ ফেব্র“য়ারী তৃণমূল নেতাদের গোপন ভোটের মাধ্যমে তাদের প্রার্থী মনোনয়ন করার কথা রয়েছে বলে একাধিক সুত্রে জানা গেছে।
আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে দলের একক প্রার্থী চুড়ান্ত করতে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের এক জরুরী বর্ধিত সভা গতকাল সোমবার দুপুরে অনুষ্টিত হয়। গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার সভাপতিত্বে সভার শুরুতেই আগ্রহী প্রার্থীদের নাম ঘোষনা করার জন্য আহ্বান জানানো হয়।
সভায় চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, যুগ্ম সম্পাদক আব্দুল বারিক রনি, গজনাইপুর ইউপি বিএনপির সভাপতি সফিউল আলম বজলু, থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন নিজেকে প্রার্থী বলে ঘোষনা করেন। এ সময় ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন’র পক্ষে ইনাতগঞ্জ বিএনপি ও কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের পক্ষে কুর্শি বিএনপি’র নেতৃবৃন্দ প্রস্তাব দেন। ভাইস চেয়ারম্যান পদে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শিহাব আহমেদ চৌধুরী, পৌর বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াসিনী, সাইফুর রহমান চৌধুরী মালিক, সাবেক পৌর যুবদলের সভাপতি মনর উদ্দিন, যুবদল নেতা আলী নুর পাশা তাদের প্রার্থীতা ঘোষনা করেন।
আলোচনার এক পর্যায়ে সভার সভাপতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করে সিদ্ধান্ত দেয়ার জন্য উপস্থিত সকল নেতৃবৃন্দ নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেন। পরে ১১ সদস্যের বোর্ড সর্বসম্মতিক্রমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফুকে চেয়ারম্যান পদে দলের একক প্রার্থী হিসেবে ঘোষনা দেয়। এতে দলের অপর প্রার্থীগণ ওই সিদ্ধান্তের প্রতি সম্মতি জ্ঞাপন করেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে দু’এক দিনের মাঝে দলের একক প্রার্থীর নাম ঘোষনা করা হবে বলে দলীয় সুত্রে জানা গেছে।
দলীয় সুত্র আরো জানায়, বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে আগামী ২০ ফেব্র“য়ারী ১৯ দলের সাথে মতবিনিময় করবে বিএনপি। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও পৌর সভার প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, খালেদ আহমদ পাঠান, আবুল হোসেন আজাদ, সরফরাজ চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান আশিক মিয়া, আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান মোক্তাদির চৌধুরী, আব্দুল বাতেন, সোনাওর খান, গোলাম নবী, তোফাজ্জল হক, কাউছার আহমদ, আমীর হোসেন, নাজমুল হোসেন হারুন, কওছর আহমদ, কাপ্তান মিয়া, মাহমুদ মিয়া, মেরাজ মিয়া, জিল্লুর নুর, মতিউর রহমান জামাল, এডঃ জালাল আহমদ, বয়েত উল্লা, মজিদুর রহমান, এম এ বাছিত, মোস্তাহিদ উদ্দিন, এটি এম সালাম, আব্দুল বাকির চৌধুরী এমরান, সোহেল আহমদ রিপন প্রমূখ।