প্রেস বিজ্ঞপ্তি ॥ মা মনি হেলথ সিস্টেম স্ট্রেন্দেনিং (এইচএসএস) প্রকল্পের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ গ্রহনকারীদের মধ্যে উপহার সামগ্রী বিতরন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ। মা মনি হেলথ সিস্টেম স্ট্রেন্দেনিং (এইচএসএস) প্রকল্পের ফিল্ড সাপোর্ট অফিসার শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ মোঃ উম্মেদ আলী শামীম ও পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। মা মনি হেলথ সিস্টেম স্ট্রেন্দেনিং (এইচএসএস) প্রকল্পের আওতায় ইতিপূর্বে হবিগঞ্জ পৌরসভার ৮৯ জন স্বাস্থ্যকর্মী গর্ভবতী, নবজাতক, পরিবার পরিকল্পনা ও পুষ্টির উপর দুদিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়।