শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিল আক্কাছের উপর হামলার ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বুধবার বিকেলে প্রধান শিক্ষকের কক্ষে ম্যানেজিং কমিটির জরুরী বৈঠকে তাদেরকে বহিষ্কার করা হয়। বহিষ্কারকৃত ছাত্ররা হল ৯ম শ্রেণির তোফায়েল, রবিন দেব ও তোফাজ্জল।
সূত্র জানায়, বুধবার সহকারী শিক্ষক জামিল আক্কাছ ৯ম শ্রেণিতে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন আদায় করছিলেন। এ সময় শিক্ষার্থীরা হট্টগোল শুরু করে। শিক্ষক তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দেন। পরে শিক্ষার্থীরা তুমুল হট্টগোল শুরু করে। এক পর্যায়ে তোফায়েল, রবিন দেব ও তোফাজ্জল মিলে শিক্ষকের উপর অতর্কিত হামলা চালায়। এতে শিক্ষক আহত হন। এ ঘটনার খবর পেয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ জামাল মিয়া মেম্বারসহ সদস্যরা বিদ্যালয়ে উপস্থিত হন এবং জরুরী বৈঠকে বসে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।
বিদ্যলয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনায় তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।