প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোজাখাইড় শরিষপুর ও বেতাপুর গ্রামে পায়রা পানি উন্নয়ন ব্যবস্থাপনা দল এর গতকাল কার্য নির্বাহী কমিটি গঠন কল্পে এক সভার আয়োজন করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ নুরুল আমিনকে সভাপতি, এস.এম সাহিদুর রহমানকে সহ-সভাপতি, সাবেক মেম্বার জিল্লুননুর রহমানকে সাধারণ সম্পাদক, শাহিনুর রহমানকে সহ-সাধারণ সম্পাদক, জিয়াউল ইসলাম সাকুকে কোষাধ্যক্ষ করা হয়েছে। কার্যকরী সদস্যরা হলেন হাফিজ কামরুজ্জামান, চুনু মিয়া, আজমল হোসেন, রাশেদা বেগম, আমিনা বেগম, ধনেশ্বরী সরকার ও আনোয়ারা বেগম। এছাড়া ৫০১ সদস্য বিশিষ্ট সাধারণ কমিটি গঠন করা হয়।