স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ডেমেশ্বর গ্রাম থেকে ইয়াবা ও বিভিন্ন মালামালসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে, ডেমেশ্বর গ্রামের মৃত দেওয়ান মুহিত মিয়ার ছেলে গোলাম কিবরিয়া ওরপে রিগান (২৯), আউশপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৫) ও একই গ্রামের ছমর উদ্দিনের ছেলে মহিবুর রহমান ওরপে সোহাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ জুলাই সন্ধ্যে সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এডি জে.এম. ইমরানসহ একদল র্যাব সদস্য ডেমেশ্বর গ্রামে অভিযান চালিয়ে ডেমেশ্বর গ্রামের জনৈক দেওয়ান মুহিত মিয়ার প্লাস্টিকের দরজা তৈরীর কারখানার সামনে থেকে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ পিছ ইয়াবা, মাদক বিক্রির টাকা, ২টি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানা যায় যে, আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত আলামতসমূহ ও গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ সদর থানায় মামলার মূলে হস্তান্তর করে র্যাব।