স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে জে আই সি স্যুট নামে শতভাগ রপ্তানীযোগ্য একটি গার্মেন্টস চালু করা হয়েছে। এ গার্মেন্টেস থেকে প্রতি মাসে ১ লাখ ২০ হাজার স্যুট যুক্তরাজ্যে রপ্তানী করা হবে। যাতে করে প্রতি মাসে কমপক্ষে ৫ কোটি টাকা আয় করা সম্ভব হবে। এদিকে এ গার্মেন্টস প্রতিষ্ঠার ফলে স্থানীয় ২ হাজার বেকার নারী-পুরুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, গার্মেন্টস’র চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্যের মার্ক হেইজ গার্মেন্টস’র চেয়ারম্যান মার্ক হারিছ, গার্মেন্টস’র বিক্রয় ও বিপনন বিভাগের পরিচালক জয়নুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেষ্টার বাংলা কমিউনিটির চেয়ারম্যান মঈনুল আমীন বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী খইরুল আক্তার চৌধুরী জুয়েল ও মজিবুর রহমান চৌধুরী। সভায় জে আই সি স্যুট গার্মেন্টস এর চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী বলেন, গার্মেন্টস পরিচালনায় সরকারি সব বিধি-নিষেধ অবশ্যই পালন করা হবে। তিনি আরও বলেন, এখান থেকে লেডিস, শিশুদের স্যুট ও প্যান্ট তৈরী করা হবে। পরবর্তীতে আউশকান্দিতেই আরও কয়েকটি গার্মেন্টস প্রতিষ্ঠা করা হবে। যাতে স্থানীয় বেকারদে কর্মসংস্থান ও এলাকার আর্তসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। ফখরুল ইসলাম চৌধুরী বলেন শ্রমিকদের স্বার্থ ও সুবিধাদির কোন ব্যতিক্রম ঘটবে না বলে তিনি জানান। সভার আগে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন ফুলতলী পীরের পুত্র হযরত মাওলানা হাফেজ ফখরুদ্দীন চৌধুরী।