বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুর থেকে ডাকাত সর্দার লাল মিয়া আটক ॥ মোটর সাইকেল জব্দ নবীগঞ্জে প্রতিপক্ষের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই ॥ হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ আজমিরীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার নবীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জমি দখল ও গ্রাম থেকে তাড়িয়ে দেয়ার হুমকির অভিযোগ মানব কল্যাণ ঐক্য সংগঠনের পক্ষ থেকে ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ মাধবপুরে নারী চা শ্রমিকদের সংগ্রামী জীবন কাকিয়ার আব্দা গ্রামের সাবেক মেম্বার আনছব আলীর বাড়িতে দৃর্বৃত্তদের আগুন মাধবপুর প্রেসক্লাবের সভাপতির ছোট ভাই জসিমের ইন্তেকাল ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরণ অনুসন্ধানী সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক আজাদ

নবীগঞ্জে শতভাগ রপ্তানীযোগ্য জে.আই.সি স্যুট গার্মেন্টস উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে জে আই সি স্যুট নামে শতভাগ রপ্তানীযোগ্য একটি গার্মেন্টস চালু করা হয়েছে। এ গার্মেন্টেস থেকে প্রতি মাসে ১ লাখ ২০ হাজার স্যুট যুক্তরাজ্যে রপ্তানী করা হবে। যাতে করে প্রতি মাসে কমপক্ষে ৫ কোটি টাকা আয় করা সম্ভব হবে। এদিকে এ গার্মেন্টস প্রতিষ্ঠার ফলে স্থানীয় ২ হাজার বেকার নারী-পুরুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, গার্মেন্টস’র চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্যের মার্ক হেইজ গার্মেন্টস’র চেয়ারম্যান মার্ক হারিছ, গার্মেন্টস’র বিক্রয় ও বিপনন বিভাগের পরিচালক জয়নুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেষ্টার বাংলা কমিউনিটির চেয়ারম্যান মঈনুল আমীন বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী খইরুল আক্তার চৌধুরী জুয়েল ও মজিবুর রহমান চৌধুরী। সভায় জে আই সি স্যুট গার্মেন্টস এর চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী বলেন, গার্মেন্টস পরিচালনায় সরকারি সব বিধি-নিষেধ অবশ্যই পালন করা হবে। তিনি আরও বলেন, এখান থেকে লেডিস, শিশুদের স্যুট ও প্যান্ট তৈরী করা হবে। পরবর্তীতে আউশকান্দিতেই আরও কয়েকটি গার্মেন্টস প্রতিষ্ঠা করা  হবে। যাতে স্থানীয় বেকারদে কর্মসংস্থান ও এলাকার আর্তসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। ফখরুল ইসলাম চৌধুরী বলেন শ্রমিকদের স্বার্থ ও সুবিধাদির কোন ব্যতিক্রম ঘটবে না বলে তিনি জানান। সভার আগে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন ফুলতলী পীরের পুত্র হযরত মাওলানা হাফেজ ফখরুদ্দীন চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com