স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি যদি সদর উপজেলাবাসীর মহামূল্যবান ভোটে নির্বাচিত হতে পারি তাহলে শাসক হিসেবে নয় সেবক হিসেবে কাজ করে যাব। আমি দলমত নির্বিশেষে হবিগঞ্জ সদর উপজেলাবাসীর অকুন্ঠ সমর্থন কামনা করি। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ হবিগঞ্জের তৃনমূলের নেতাকর্মীরা আমাকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথ অনুসরণ করে এককভাবে দলীয় প্রার্থী নির্বাচিত করায় আওয়ামীলীগের সকল স্থরের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞ। সদর উপজেলাবাসী বিগত দিনে অনেক উন্নয়নমুলক কর্মকান্ড ও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাই আমি বিশ্বাস করি যদি উপজেলাবাসী আমাকে মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে বর্তমান সরকারের নিকট থেকে সকল ধরনের দাবী দাওয়া আদায়ে আমার সর্বাতœক প্রচেষ্ঠা থাকবে।