নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ছাত্রলীগের দুই গ্র“পে দফায় দফায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। কমিটি গঠন নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গতকাল শনিবার সকাল ১০টার দিকে নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুইটি গ্র“পের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এক গ্র“পের নেতৃত্বে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন ও সাধারণ সম্পাদক সাঈদুর রহমান এবং অপর গ্র“পের নেতৃত্বে রয়েছেন সিনিয়র সহ সভাপতি আলমগীর চৌধুরী সালমান ও সহ সভাপতি মুহিনুর রহমান ওহি। গতকাল শনিবার সকাল ১১টার দিকে নবীগঞ্জ কলেজ এন্ড বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন ককরা হয়। এতে বিবাদমান ছাত্রলীগের দুই গ্র“পের উত্তেজনা দেখে নবীন বরণ অনুষ্ঠান স্থগিত করা হয়। অনুষ্ঠান স্থগিতের পর উপজেলা ছাত্রলীগ এর সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান ও সহ-সভাপতি মুহিনুর রহমান ওহির নেতৃত্বে নবীন ছাত্রদের স্বাগত জানিয়ে মিছিল দেয়া হয়। পরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন ও সাধারণ সম্পাদক সাঈদুর রহমানের নেতৃত্বে নবীন ছাত্রদের স্বাগত জানিয়ে আরেকটি মিছিল বের করে। এ সময় কলেজের প্রধান ফটকে উভয় পক্ষের ধাক্কাধাক্কির এক পর্যায়ে বাঁধা উপেক্ষা করে স্বাগত মিছিল শেষ করে মিছিলকারীরা শহরের দিকে চলে আসার পথে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার সামনে আবার দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এদিকে বেলা সাড়ে ৩টার দিকে উভয় গ্র“পের নেতাকর্মী শহরে আসার পর নতুন বাজার মোড়ে অবস্থান নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে শহরের এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। মুনস্টার হোটেলসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর হয়। লোকজন দিগি¦দিক ছুটাছুটি করেন। সংঘর্ষে উভয় পক্ষের ১০জন নেতা কর্মী আহত হয়। আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা মিজান মিয়া (২০), আশরাফুল হাসান (২৪) ও কালাম তালুকদার (৪২)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি আবু সালেহ জীবনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নবীন বরণ অনুষ্ঠান নিয়ে আমরা মিছিল বের করলে পূর্বপরিকল্পিতভাবে কিছু উশৃঙ্খল কর্মী আমাদের মিছিলে বাধা প্রদান ও হামলা করে। পরে বাজারে আমাদের নেতাকর্মীরা মিছিল শেষে বাড়ি যাওয়ার পথে রামদা, লাটিসোটা, ইটপাটকেল নিয়ে আমাদের উপর আবার হামলা চালায়। এতে আমাদের লোকজন আহত হয়।
অপর গ্র“পের নেতা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান জানান, কলেজ ক্যাম্পাসে বহিরাগত কিছু লোক মিছিল বের করলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা প্রদান করে। পরে শহরে চলে আসার পর বাজারে আমাদের নেতাকর্মীদের উপর আক্রমন করার চেষ্ঠা করলে আমাদের নেতা কর্মীরা পাল্টা জবাব দেয়।
নবীগঞ্জ কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কলেজ ক্যাম্পাসের ভিতরে কোনো গোলমাল হয়নি, কলেজের বাইরে হলে হতে পারে।
এ ঘটনার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।