বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে রথ দেব (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের যাত্রাপাশা থেকে এ লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বাবুল দেবের ছেলে। জানা যায়, শনিবার সন্ধ্যায় রথ দেবের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।