মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের ১৯ দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন আসন্ন নির্বাচনে আমাকে দল-মত, জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে আনারস প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন আমি অতীতের ন্যায় আপনাদের কল্যানে কাজ করে যাব। ভোট একটি পবিত্র আমানত আমাকে নির্বাচিত করলে আপনাদের আমানতের কিয়ানত হবে না ইনশাল্লাহ। আমার জীবনের অধিকাংশ সময় আপনাদের সেবায় নিয়োজিত আছি। বাকী জীবনটুকু আপনাদের কল্যাণে কাজ করে কাটিয়ে দিতে চাই। মহান আল্লাহ-তালা আমাকে অনেক সম্পদ দিয়েছে। গরীবের হক নষ্ট করে আমাকে সম্পদ গড়তে হবে না। যাতে করে বঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্টা করতে পারে সে পরিবেশ সৃষ্টি করা হবে। তিনি গতকাল সোমবার উপজেলার তেলিয়াপাড়া, তেমুনিয়াসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মতবিনিময়কালে উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে এ কথা বলেন। এসময় পারভেজ চেয়ারম্যানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।