স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ সরকারী কলেজে এইচ.এস.সি ভর্তিকৃত নবীন ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে সকাল ১১ টার দিকে কলেজ ক্যাম্পাসে বিশাল আনন্দ মিছিল অনুষ্টিত হয়। উক্ত মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন শেষে কলেজ ছাত্রদল নেতা মুমিন তালুকদারের সভাপতিত্বে ও সাজু চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা ইকবাল, বদরুল, আহমদুর, সাইফ, তারেক, ইপু, সোহেল, মিজান, সৌরভ, সেজু, অপু, গবিন, নুর ইসলাম, কাউসার, রায়হান, জাহাঙ্গির, কুহিনুর আহমেদ, সাজ্জাত, সুজন আহমেদ, সবুজ, জুবায়েল, নাইম, সুয়েব, ঐষিক, ফারছু, শহিদুর, ছইফুল, তানবির, রাজু, শুভ, শাকিল, রনি, রাকিব, মিহির, ফয়েজ, সুমন, শামিম, কামরুল, জামিদুর, বিল্লাল, ইমন, হুমায়ুন, ফাহিম, রুবেল, জাহান, জিয়া, জাকির, লায়েক, শাহিন, জামিল, শাহিনুর প্রমুখ। সভায় বক্তাগন নবীনদের গনতন্ত্র পূনরুদ্ধারে ছাত্রদল এর পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।