চুনারুঘাট প্রতিনিধি ॥ মফঃস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি নুরুল আমিনকে সম্মাননা প্রদান করেছে দেশের খ্যতিমান সাহিত্য সংগঠন ‘ ভালবাসা গান কবিতা ও গল্প কথা ’ সিলেট বিভাগ। ৩০ জুন চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপি প্রাঙ্গণে অনাড়ম্বর এক অনুষ্ঠানে বিশিষ্ট কবি, অধ্যাপক জাহান আরা খাতুন সম্মাননা স্মারক তুলে দেন। ওই অনুষ্ঠানে সমাজ সেবার স্বীকৃতিস্বরূপ আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী, বিশিষ্ট কবি দিনেশ রঞ্জন নাথ ( মরণোত্তর), কবি বশীর বাঙ্গাল ও কবি এমএম তাহের খাঁনকেও সম্মাননা প্রদান করা হয়েছে। কবি সাইফুল ইসলাম কয়েসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্র্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, অভিনেতা এবিএম সোহেল রশীদ, কাব্য সমালোচক অধ্যাপক বাছিত ইবনে হাবীব, ডঃ সৈয়দ আব্দুল মুতাকাব্বির মাসুদ, কবি ও সাহিত্যিক মোস্তফা মঈন, নদী গবেষক তোফাজ্জল সোহেল, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ আসাদুজ্জান সোহান, কবি সিদ্দিক আহম্মদ, কবি রাজু বিশ্বাস, কবি অপু চৌধুরী, নাট্যকার সিদ্দিকী হারুণ, কবি আখতারুজ্জামান চৌধুরী সুমনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।