প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদল নেতা সৌরভ আহমেদের নেতৃত্বে নবীন ছাত্র-ছাত্রীদের স্বাগত জানিয়ে কলেজ ক্যাম্পাসে এক আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পথ সভায় মিলিত হয়। সৌরভ আহমেদের সভাপতিত্বে উজ্জল আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রায়েছ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, হাবিব আহমেদ, মনির আহমেদ, সায়েক চৌধুরী, সিটি সোহেল, মোঃ জসিম উদ্দিন, তুহিন আহমেদ শিশু, দুলাল আহমেদ, আরশাদ চৌধুরী, এমদাদ ইসলাম, সোহেদ, মতিন আলী, রুমান আহমেদ, কহিনুর রহমান, মিজানুর রহমান মিজান, অপু আহমেদ, নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদল নেতা রুমান, রবিউল, ফরহাদ, সোহাগ, শামীম, খালিদ, ফয়েজ, মামুন, জুনেদ, ছাদিক, সাজিব, মমিনুর, ইমন, ইমানুর, মাহিদ, এনামুল, শেকুল, শামীম, আজাদ, মিনু, ইমন, ফরহাদ, রাসেল, নাজমুল, সালমান, শহিদুর, সাইদুর, জীবন, সাহেদ, রায়হান প্রমূখ।