নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা দিগলবাক ইউনিয়নের বোয়ালজুর জয়কালী মন্দির গত বৃহস্পতিবার বিকালে পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। এ সময় তার সাথে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল আচার্য্য, সহ-সভাপতি সুবিনয় কর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ছাত্র-যুব ঐক্য পরিষদের আহবায়ক নীলকণ্ট দাশ সামন্ত। এ সময় মন্দিরে উপস্থিত ছিলেন, মিহির আচার্য্য, দিগলবাক ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ২ ফনিভুষন দেব, সাধারন সম্পাদক স্বপন সুত্রধর, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি কানু সরকার, সাধারন সম্পাদক মাধব সরকার, ইউপি সদস্য যুবলীগ নেতা খালেদ আহমদ, ইউপি সদস্য জুয়েল মিয়া, রুহিনী শর্মা, ক্ষিতেন সুত্রধর, কানু সরকার, মন্দিরের সেবায়েত রতœা রানী দেব প্রমুখ। উপজেলা চেয়ারম্যান এ সময় মন্দির সংস্কারের ২ টন চাল ও সেবায়েত রতœা রানী দেবকে ঘর সংস্কারে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়া তিনি মন্দিরের বেখলকৃত ভূমি উদ্ধারের সর্বাত্মক প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন।