নবীগঞ্জ প্রতিনিধি ॥ জগন্নাথপুর উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের সরকারি ওএমএস এর চাউল আত্মসাৎ করে কালো বাজারে পাচাঁরকালে জনতার হাতে আটক হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার আলীগঞ্জ বাজার নামক স্থানে টমটম যোগে যাওয়ার পথে ১০ বস্তা ওএমএস এর চাউল সহ পাইলগাওঁ ইউনিয়নের ডিলার আঃ বারিককে জনতা আটক করলে সে কৌশলে পালিয়ে যায়। চাউল আটকের খবর পেয়ে পাইলগাওঁ ইউনিয়নের চেয়ারম্যান মখলিছ মিয়া ও ৬নং ওয়ার্ড মেম্বার আলী আকবর খান তাৎক্ষনিক ঘটনাস্থলে আসেন।
এ ব্যাপারে ৯নং পাইলগাও ইউপি চেয়ারম্যান মোঃ মখলিছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত রাত্র ১২টার দিকে টমটম দিয়ে চাল নিয়ে যাওয়ার পথে ইনাতগঞ্জের আলীগঞ্জ বাজারে জনতা আটক করে। এখন গাড়ী সহ চাল আটক আছে। এ ব্যাপারে ডিলার আঃ বারিক এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।